ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্যা-ভূমিধসে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
জম্মু-কাশ্মীরে বন্যা-ভূমিধসে নিহত ২৬

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্যা ও বন্যা পরবর্তী ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অন্তত ২১ জন।



এর মধ্যে সোমবার (৩০ মার্চ) এ রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে চাদুরা এলাকায় ভূমিধসের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৭ জন। এখানে আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

একটানা ভারী বর্ষণের ফলে গত ২৯ মার্চ গভীর রাতে ঝিলাম নদী উপচে শ্রীনগরসহ কাশ্মীরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়।

গত ৩০ মার্চ সকালেই এই অঞ্চলের জনগণকে নিরাপদ স্থনে সরে যেতে পরামর্শ দেয় রাজ্য সরকার। সেই সঙ্গে শুরু হয় ত্রাণ ও উদ্ধার তৎপরতা। এখন পর্যন্ত দুইশ’রও বেশি পরিবারকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া উপদ্রুত এলাকায় ২০০ কোটি টাকার ত্রাণ বরাদ্দের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গত বছরের সেপ্টেম্বরেও হঠাৎ বন্যায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হয় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে। এছাড়া ক্ষতির মুখে পড়ে প্রায় ১২ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।