ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ক্ষমতাসীন দলের ২০০ নেতাকর্মীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১
সিরিয়ার ক্ষমতাসীন দলের ২০০ নেতাকর্মীর পদত্যাগ

দামাস্কাস: সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের প্রতিবাদে ক্ষমতাসীন বাথ পার্টির প্রায় ২০০ নেতাকর্মী বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

পদত্যাগের এ ঘটনা ঘটেছে বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু দেরা শহরে।

গত সপ্তাহে এ শহরে ৪৫০ জন লোক নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিক্ষোভকারীদের ওপর পরিচালিত দমনপীড়নের প্রতি নিন্দা জানানোর ব্যাপারে একমত হতে ব্যর্থ হয়েছে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পর্তুগালের একটি খসড়া প্রস্তাবে নিন্দা জানানোর আহ্বান করা হয়। তবে অস্থায়ী পরিষদের ১৫টি সদস্য দেশের বাকি সদস্যরা এর  বিরোধিতা করেছে। নিন্দা প্রস্তাবের বিরোধিতাকারী রাশিয়া জানিয়েছে, সিরিয়ার বিক্ষোভ আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি নয়।

পশ্চিমা বিশ্ব মনে সিরিয়ায় অহিংস বিক্ষোভ চলছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার জানিয়েছে, বিক্ষোভকারীরা মোটেই অহিংস বিক্ষোভ করছে না। বিরোধী দলগুলো সেখানে কোনো সহিংস বিক্ষোভ চলছে না।

দেরার বাথ পার্টির নেতাকর্মীদের স্বাক্ষরিত একটি স্মারকলিপিতে বলা হয়, বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এদিকে, বিভিন্ন গণমাধ্যম জানায়, পদত্যাগী বাথ পার্টির সদস্যদের মধ্যে উচ্চপদস্থ কেউ নেই। ১৯৬৩ সাল থেকে সিরিয়ায় বাথ পার্টির একচ্ছত্র শাসন জারি রয়েছে। দেড় মাস আগে এ শাসনের বিরুদ্ধে সেখানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, সেনারা রাস্তায় পড়ে থাকা আহত লোকজনের ওপর গুলি চালাচ্ছে। অন্য লোকজন তাদের রক্ষার চেষ্টা করছে। তবে দেরা শহরে যাতায়াতের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঠিক কী ঘটছে তা জানা যাচ্ছে না।

সরকারের তীব্র দমনপীড়নের মুখেও বিক্ষোভকারীরা দেশজুড়ে শুক্রবার বিক্ষোভ দিবস আহ্বান করেছে। তারা জানিয়েছে, তাদের পিছু হটার কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।