ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সহকর্মীর গুলিতে ভারতশাসিত কাশ্মীরে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মীর গুলিতে সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। সেনা সূত্রে এ তথ্য জানা গেছে।



একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের কাছে বিজবেহারা অঞ্চলে সেনা ক্যাম্পে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। তবে, নিহত সেনাদের এবং ঘাতক সেনা সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, সহকর্মীদের হত্যার সঙ্গে সঙ্গেই ঘাতক সেনাকে আটক করা হয়েছে। হত্যার ঘটনা তদন্তের ও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উত্তেজনাপূর্ণ কাশ্মীরে গত ২০ বছরের বেশি সময় ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। এই দীর্ঘ সময়ে সংঘর্ষে ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।