ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস পাশের নদীতে পড়ে গিয়ে অন্তত ২১ জন নিহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে নায়ং বিভাগের বিজি শহরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বিজি শহরে পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একশ’ মিটার নিচে শুকনো একটি নদীতে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, সড়কটিতে কেবল হালকা ও ছোট যানবাহন চলাচলের কথা থাকলেই নিয়ম অমান্য করে সে দিক দিয়ে যাচ্ছিল বিধায় দুর্ঘটনায় পড়ে বড় যাত্রীবাহী বাসটি।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরএইচ/এইচএ