ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রূপ রঙে রঙীন রাজকীয় বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১
রূপ রঙে রঙীন রাজকীয় বিয়ে

লন্ডন: বহু প্রতিক্ষীত রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিবাহ আবদ্ধ হয়েছেন।

শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ক্যান্টারবেরির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো চলছে। এর আগে উইলিয়াম আংটি পরিয়ে দেন কেটকে।

মধ্য লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ব্রিটেনের স্থানীয় সময় ১১টায় শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে বর প্রিন্স উইলিয়াম আইরিশ কর্নেলের লাল রঙের পোশাক পরে অনুষ্ঠানস্থলে হাজির হন ছোটভাই হ্যারিকে নিয়ে। অফহোয়াইট আকর্ষণীয় বিয়ের গাউনে নেটে ঢাকা মুখে বাবার হাত ধরে আসেন কেট। শুভেচ্ছা বিনিময়ের পর একে একে চলে শপথ পাঠ, আংটি পড়ানো, সঙ্গীত পরিবেশনা।    

এদিকে রাজকীয় এ বিয়েকে ঘিরে পুরো ব্রিটেন ভাসছে উৎসবের আমেজে। বহু আকাঙ্ক্ষিত ক্ষণটি যতোই এগিয়ে আসছিলো অ্যাবির বাইরে জনতার ভিড় ততোই বাড়ছিলো। তবে অতিউৎসাহীদের আনাগোনা শুরু হয় রাত থেকেই।

এই রাজকীয় বিয়ে উপভোগ করতে হাজার হাজার লোক বাকিংহাম প্রাসাদের বাইরে তাবু খাঁটিয়েছে। এই পথ দিয়েই বর-কনে অনুষ্ঠানস্থলে হাজির হন।  

এর আগে ১৯০০ জন অতিথি লন্ডনের সময় সকাল সোয়া ৮টায়, বাংলাদেশ সময় বেলা ১টায় বিয়েবাড়িতে এসে পৌঁছান।

ওয়েস্টমিনস্টার কাউন্সিল, বলছে ‘বিয়ের অনুষ্ঠানটি  লন্ডনের সর্বসময়ের সবচেয়ে আকর্ষণীয় একটি ঘটনা। ’

কাউন্সিলের হেড অব অপারেশন্স পল রিড বললেন, ‘আমরা ধারণা করছি লাখ দশেক লোক এই বিয়ের অনুষ্ঠান দেখতে রাস্তায় জমায়েত হয়েছে। ’

বিশ্বের দূর-দূরান্তের দেশগুলো থেকেও এসে জমা হয়েছে অনেকে, জানালেন রিড।

বিয়ে উপভোগ করার জন্য রাজপ্রাসাদের বাইরে যারা তাঁবু খাটিয়েছে প্রিন্স উইলিয়াম বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে দেখা করেন।

জমজমাট এই আসরের পুরোটাই দেখানো হচ্ছে টেলিভিশনে। বিশ্বের বিভিন্ন দেশের শত শত টেলিভিশন চ্যানেল লাইভ টেলিকাস্ট করছে এ বিয়ের অনুষ্ঠান। বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ টেলিভিশনে এ অনুষ্ঠান দেখছে এমনটাই ধারনা করা হচ্ছে।

বাংলাদেশেও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।

বাংলাদেশ সময় ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।