ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোয় বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১
মরক্কোয় বোমা হামলায় নিহত ১৪

মারাকেশ: মরক্কোর মারাকেশ শহরের প্রধান চত্বরের একটি জনবহুল পর্যটন ক্যাফেতে বৃহস্পতিবার বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

খবর এএফপির।

একজন স্থানীয় কর্মকর্তা জানান, জনবহুল চত্বর জামা এল-ফেনার একটি ক্যাফেতে এই বোমা বিস্ফোরণ ঘটে। এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। প্রতিবছর কয়েক লাখ পর্যটক এখানে ভিড় করেন। এটা সম্ভবত আত্মঘাতী বোমা হামলা হবে।    

স্বরাষ্ট্রমন্ত্রী তাইব চেরকাউয়ি সাংবাদিকদের জানান, নিহতের মধ্যে ১১ জন বিদেশি এবং ৩ জন মরক্কোর নাগরিক। আহতের সংখ্যা ২৩ ।

চিকিৎসকরা জানান, নিহতদের মধ্যে আট জনই ফ্রান্সের নাগরিক।

বিশ্বনেতারা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বাদশা মোহাম্মদ (৪র্থ) ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এই নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন।

২০০৩ সালে কাসাব্লাঙ্কায় এক আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।