ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে একইদিনে তিনবার হামলা, ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
কাশ্মিরে একইদিনে তিনবার হামলা, ৩ পুলিশ নিহত নিহত এক পুলিশ সদস্য এভাবেই পড়ে ছিল

ঢাকা: জম্মু-কাশ্মিরে একই দিনে তিন তিনবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আরো একজন গুরুতর আহত হয়েছেন।

এনডিটিভি জানায়, মাত্র চার ঘণ্টার ব্যবধানে তিনবার হামলা চালায় সন্ত্রাসীরা। সোমবার (৬ এপ্রিল) কাশ্মির উপত্যকায় শোপিয়ান জেলার আশিপোরা গ্রামে একটি জমির বিরোধ মামলা তদন্ত করতে যাওয়ার সময় আকস্মিক হামলার শিকার হয় পুলিশ। নিরস্ত্র পুলিশদের ওপর নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা।

কয়েকঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে বরামুল্লা জেলার গুলি করে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করা হয়। তারও আগে আরেকবার হামলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।