ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাকিংহাম প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১
বাকিংহাম প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

ঢাকা: বাকিংহামে প্রাসাদের পাঁচ লাখ শুভার্থীর সামনে প্রিন্স ও প্রিন্সেসের চুম্বনের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ প্রতিক্ষীত বিয়ের আনুষ্ঠানিকতার।

এর আগেই ওয়েস্টমিনস্টার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

শুক্রবার অ্যাবেতে ক্যান্টারবেরির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করেছেন।

বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি বাকিংহাম প্যালেসে যান। যাওয়ার পথে লাখ লাখ নারী-পুরুষের অকৃত্রিম শুভেচ্ছায় সিক্ত হন তারা। প্রথানুসারে বাকিংহাম প্যালেসে আনুষ্ঠানিক ফটোসেশন হয়। বাকিংহামে তারা পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে চুম্বন দিয়েছেন।

বিয়ের যে জামাটি কেট পরে এসেছেন তা বিখ্যাত ফ্যাশন হাউস আলেক্সান্দার ম্যাককুইনের ডিজাইনার সারাহ বার্টন নকশা করেছেন। কেটের গায়ে কারুকার্য খচিত শুভ্র জামা, এতে রয়েছে দীর্ঘ আঁচল।

১৯০০ অতিথির সামনে বর-কনে বিয়ের শপথ পাঠ করেছেন। একইসময়ে অনুষ্ঠানটি বিশ্বের লাখ লাখ মানুষ বিভিন্ন টিভি চ্যানেলে উপভোগ করছেন।

এ পর্যন্ত অনুষ্ঠানে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেট মিডলটনকে আংটি পরিয়ে দেবার সময় প্রিন্স উইলিয়ামকে খানিকটা কসরত করতে হয়। আর সেসময় কিঞ্চিত কৌতুককর পরিস্থিতিরও সৃষ্টি হয়। রানী এই আংটিটি ওয়েলশ থেকে বানিয়ে প্রিন্সকে দিয়েছেন।

এর আগে রানী প্রিন্স উইলিয়ামকে ডিউক অব কেমব্রিজ উপাধি দেন। একইসঙ্গে আজ থেকে কেটকে ডাচেস অব কেমব্রিজ হিসেবে অভিহিত করা হবে।

১৯৮১ সালে উইলিয়ামের মা ডায়ানার সঙ্গে প্রিন্স চার্লাসের বিয়ের পর এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। ডায়ানার অনুপস্থিতি অতিথি ও তার ছেলেদের অনুভূত হয়েছে। ডায়ানা ১৯৯৭ সালে একটি মোটরগাড়ি দুর্ঘটনাায় মারা গেছেন। দীর্ঘ ৩০ বছর পর শুক্রবার সঙ্গীত বাজল রাজপরিবারে।

বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ ২০০ কোটি মানুষ ডায়ানার জ্যেষ্ঠ ছেলে উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেছে। উইলিয়াম একজন সাধারণ নারীকে বিয়ে করেছেন। আট বছর আগে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম দেখা হয়।

রোলস-রয়েস লিমুজিনে চড়ে বাবা মাইকেল মিডলটনের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসার সময় লাখো মানুষ এই সাধারণ কেটের প্রতি হাত নেড়ে শুভেচ্ছ জানান।

বিয়ের অঙ্গীকারনামায় কেট তার স্বামী উইলিয়ামের কথা মেনে চলার শপথ করেননি। এর আগে তার শাশুড়ি প্রিন্স চার্লসকে বিয়ে করার সময় সেন্ট ক্যাথেড্রালে একইকাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।