ঢাকা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের বাস যে শহরে, সেখানেও হানা দিলো বিদ্যুৎ বিভ্রাট।
মঙ্গলবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে হোয়াইট হাউজ ছাড়াও আলোহীন হয়ে পড়ে বিচার বিভাগ, কংগ্রেস ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন।
সন্ত্রাসী তৎপরতার কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে প্রথমদিকে ধারণা করা হলেও পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওয়াশিংটনের দক্ষিণে মেরিল্যান্ডে বিদ্যুৎ সংযোগ লাইন কাটা পড়ার কারণে এই বিদ্যুৎ-বিভ্রাটের সৃষ্টি হয় বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান।
বিদ্যুৎ বিভ্রাটের সময় প্রেসিডেন্ট ওবামা তার ওভাল অফিসে অবস্থান করছিলেন জানিয়ে হোয়াইট হাউজ মুখপাত্র জো আর্নেস্ট বলেন, প্রেসিডেন্ট বিদ্যুৎ বিভ্রাটের শিকার হননি। সেখানে স্বয়ংক্রিয়ভাবে বিকল্প ব্যবস্থা চালু হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএইচ/আরআই