ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘এ বিয়ে বাহুল্য, অর্থ ও সময়ের অপচয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১
‘এ বিয়ে বাহুল্য, অর্থ ও সময়ের অপচয়’

লন্ডন: সারা বিশ্ব যখন ব্রিটিনের রাজকীয় বিয়ে নিয়ে মাতোয়ারা তখন খোদ ইংল্যান্ডেই এই অনুষ্ঠানকে বাহুল্য আখ্যা দিয়ে প্রতিবাদ সভা-সমাবেশ পর্যন্ত হয়ে গেলো। বিয়ের দিন শুক্রবার দেশটিতে রাজতন্ত্রবিরোধী সংগঠন রিপাবলিকান এ সমাবেশ করে।

খবর এএফপির।

লন্ডন স্কয়ারে তাদের একটি পথসভায় দুই শতাধিক মানুষের জমায়েতে তারা এ অনুষ্ঠানের আয়োজনে টাকা ও সময়ের অপচয় করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে।

সংগঠনের প্রচার ব্যবস্থাপক গ্রাহাম স্মিথ বলেন, সারা দেশের মানুষ এ রাজকীয় বিয়ের মহাযজ্ঞে শামিল হতে পারেনি। ব্রিটেনের পতাকা উড়ছে, ব্যান্ডদল জনতাকে আনন্দ দিচ্ছে। কিন্তু সেখানে প্রিন্স উইলিয়াম ও তার হবু বধূ কেটের কোনো সমর্থন নেই।

বিয়ে দেখতে যখন সাড়ে পাঁচ হাজার স্ট্রিটপার্টি ব্রিটেনজুড়ে হইচই করেছে তখন রিপাবলিকান তরুণ ও বৃদ্ধরা ঐতিহ্যবাহী জ্যাজ মিউজিক বাজিয়েছে।

রিপাবলিকানদের স্বীকৃত সমর্থকের সংখ্যা ১৬ হাজার। গতবছরের অক্টোবরে উইলিয়াম-কেটের বাগদানের সময় এ সংখ্যা ছিল বর্তমানের অর্ধেক। তবে সংগঠটির দাবি, ইংল্যান্ডে দশ লাখেরও বেশি ব্রিটন রাজতন্ত্রের বিরুদ্ধে।

রিপাবলিকান স্বেচ্ছাসেবী সোফিয়া ডেবোয়িক (২৯) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা চাই উইলিয়াম-কেট তাদের ব্যক্তিগত জীবনে সুখী হোক। কিন্তু আজ আমরা এখানে এসেছি এ কথা জানাতে যে, ব্রিটেনের এক কোটি ২০ লাখ রিপাবলিকান উইলিয়ামের রাজা হওয়ার ব্যাপারে খুশি নয়। ’

সংগঠনের প্রভাবশালী সদস্যদের মধ্যে অন্যতম চলচ্চিত্র পরিচালক মাইক লেই বলেন, তাদের দল উত্তরাধিকার ক্ষমতার চেয়ে গণতন্ত্র ও জনগণের ক্ষমতাকে প্রাধান্য দিতে চায়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।