ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের রাজকীয় বিয়ে: দশ লক্ষাধিক মানুষের সমাগম লন্ডনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১
ব্রিটেনের রাজকীয় বিয়ে: দশ লক্ষাধিক মানুষের সমাগম লন্ডনে

লন্ডন: উইলিয়াম এবং কেটের রাজকীয় বিয়ে উপভোগের জন্য শুক্রবার দশ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল লন্ডনের রাজপথে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

খবর এএফপির।

লন্ডন পুলিশের একজন মুখপাত্র জানান, বিয়ে উপভোগের জন্য উইলিয়াম ও কেটের যাওয়ার পথে দশ লাখেরও বেশি লোক লাইন ধরে দাঁড়িয়েছিল।
 
বিয়ের পর বাকিংহাম রাজপ্রাসাদের বারান্দায় নবদম্পতি পরস্পরকে চুম্বন দেন। আর এই দৃশ্য এক পলক দেখার জন্য বুলভার্ড থেকে বাকিংহামের পথে কমপক্ষে পাঁচ লাখ লোক এক দৃষ্টে তাকিয়েছিল।

শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আট বছর আগে প্রিন্স উইলিয়াম ও কেট স্কটল্যান্ডের প্রিন্স অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে সাক্ষাত হয় এবং পরস্পরের প্রেমে  পড়েন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।