ঢাকা: ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে বোমা হামলার দায়ে জোখার সারনায়েভ অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগে প্রমাণিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) ম্যাসাচুসেটস আদালতের জুরি সারনায়েভের বিরুদ্ধে আনীত ৩০টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে বেশ কয়েকটিতেই তার মৃত্যুদণ্ড হতে পারে। তবে আদালত এখনো তার রায় জানাননি।
২০১৩ সালের এপ্রিলে ওই বোমা হামলায় তিন ব্যক্তি নিহত ও আড়াইশ’র বেশি মানুষ আহত হন।
এদিকে সারনায়েভের আইনজীবীরা জানিয়েছেন, হামলায় তার মক্কেল মূল অভিযুক্ত নন। তিনি একজন সহায়তাকারী ছিলেন মাত্র। ঘটনার মূল চালকের ভূমিকায় ছিলেন তার বড় ভাই।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএইচ/কেএইচ/