ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়াতে বিক্ষোভাকারীদের ওপর গুলি, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
সিরিয়াতে বিক্ষোভাকারীদের ওপর গুলি, নিহত ৬২

দামাস্কাস: সিরিয়াতে লাখ লাখ মানুষের বিক্ষোভে সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারী ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। শুক্রবার ‘ক্রোধের দিন’ এ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়।

খবর এএফপির।

আন্তর্জাতিক মহলের ক্রমাগত আহ্বান সত্ত্বেও বিক্ষোভকারীদের ওপর সরকার দমনমূলক সহিংস আচরণ অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

অপর দিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের সহিংসতায় তাদের ভাষায় ‘সন্ত্রাসীদের’ হাতে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর গনতন্ত্রকামী হাজার হাজার জনতা বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে আসে। এদিন দেশের প্রায় সব বড় শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বিক্ষোভের কেন্দ্র দারা শহরে কমপক্ষে ৩৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে তারা জানায়, নিহতদের নামের তালিকাও তাদের কাছে রয়েছে।

অবজারভেটরি আরো জানায়, শিল্পনগর হোমসে নিহত হয়েছে ২৭ জন এবং বন্দর নগরী লাতাকিয়াতে দুই জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক লোক।

সামরিক কর্মকর্তারা দাবি করছেন, দারাতে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৫ জন সেনা নিহত হয়েছে। সন্ত্রাসীরা দুই সেনাকে ধরে নিয়ে গেছে।

একজন সামরিক মুখপাত্র জানান, দারার গ্রামে সেনাদের বাড়িতে সন্ত্রাসীরা তল্লাশি চালিয়েছে। এসময় একজন সেনা তাদের হাতে নিহত হয়। তবে আক্রমণকারীদের অনেকেই হতাহত হয়েছে। ১৫৬ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।