ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির যুদ্ধবিরতি প্রস্তাবে ন্যাটোর না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
গাদ্দাফির যুদ্ধবিরতি প্রস্তাবে ন্যাটোর না

ত্রিপোলি: ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। যুদ্ধ বন্ধে শনিবার তিনি ন্যাটোর প্রতি সমঝোতার আহ্বান জানান।

তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ন্যাটো। খবর রয়টার্স ও দ্য হিন্দুর।

কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বাহিনীর বিমান হামলা গাদ্দাফিকে উৎখাত করতে ব্যর্থ হয়েছে। তবে তারা দেশটিতে এক প্রকার স্থবিরতা সৃস্টি করেছে। মিসরাতা শহর বর্তমানে বিদ্রোহীদের দখলেই রয়েছে। এ শহরটি নিয়ন্ত্রণে নিতে গাদ্দাফির অনুগত বাহিনী মরিয়া হয়ে উঠেছে।

কোনো বাহিনীই কারো ওপর নিয়ন্ত্রণ নিতে পেরেছে বলে মনে হচ্ছে না। এ অবস্থায় শনিবার টেলিভিশনে ৮০ মিনিটের এক ভাষণে গাদ্দাফি সমঝোতার সুরে কথা বললেন। তবে পশ্চিমা ও বিদ্রোহীদের দাবি অনুযায়ী লিবিয়ার ক্ষমতা ছাড়তে রাজি হননি তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এখনো পর্যন্ত লিবিয়া যুদ্ধ বিরতিতে প্রস্তুত। আমরাই প্রথম যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ন্যাটো বাহিনী তাদের হামলা থামায়নি। তিনি বলেন, শান্তির দরজা এখনো খোলা রয়েছে।

এ সময় গাদ্দাফি বেসামরিক লোকদের ওপর নির্বিচার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাকে কোনো ভাবেই খুঁজে পাবেনা বলে ন্যাটোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এদিকে গাদ্দাফির এ আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে ন্যাটো বলছে, গাদ্দাফি বাহিনী বেসামরিক লোকদের ওপর হামরা বন্ধ না করলে তারা যুদ্ধ বিরতির বিষয়টি বিবেচনায় আনছে না।

ন্যাটো কর্মকর্তারা বলেন, গাদ্দাফি এর আগেও অনেকবার যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে কিন্তু তার অনুগত বাহিনী বিভিন্ন শহরে বেসামরিক লোকদের ওপর হামলা বন্ধ করেনি।

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলায় এক হাজার জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।

গাদ্দাফি যখন টেলিভিশনে তিনি বক্তৃতা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ত্রিপোলির টিভি কেন্দ্রের আশপাশের তিনটি লক্ষ্যবস্তুতে বিমানহামলা চালিয়েছে ন্যাটো।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।