ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় মরক্কো দূতাবাসে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
লিবিয়ায় মরক্কো দূতাবাসে বোমা হামলা

ঢাকা: লিবিয়ায় অবস্থিত মরক্কোর দূতাবাসে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে রাজধানী ত্রিপোলিতে অবস্থিত দূতাবাসের ফটকে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দূতাবাস গেট ও এর পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ‌ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারা এ দায় স্বীকার করে। তবে এর সত্যতা কতটুকু, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে গতকাল রোববার (১২ এপ্রিল) ত্রিপোলিতে দক্ষিণ কোরীয় দূতাবাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়। এছাড়া ওই হামলায় আহত হয় আরো একজন। ওই হামলার দায়ও আইএস অনুগত একটি জঙ্গি সংগঠন স্বীকার করে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।