ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ নিহত হয়েছেন। মঙ্গলবার বাগদাদের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ৫টি বিস্ফোরণ ঘটে।
বাগদাদের পশ্চিমে ইয়ারমুক,উত্তরে ওয়াজিরিয়া,পূর্বের মাশতাল, এবং দক্ষিণ বাগদাদের মাহমুদিয়া এলাকায় এ বিস্ফোরণগুলো ঘটে।
এর আগে সোমবার বাগদাদের পশ্চিমাঞ্চলীয় বায়া এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন সাতজন।
২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস ইরাকের সুন্নি অধ্যুষিত এলাকাগুলো দখলে নেয়ার পর বাগদাদে গাড়ি বোমা হামলার ঘটনা কমে আসলেও ইদানীং হামলার পরিমাণ বাড়ছে।
বর্তমানে ইরাকের পশ্চিম ও উত্তরাঞ্চলে আইএস এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইরাকি সামরিক বাহিনী। এছাড়া আইএস এর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে তাদের সহায়তা দিচ্ছে মার্কিন বাহিনী।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরআই