ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পার্ল হারবারে নিহত নৌ সেনাদের দেহাবশেষ শনাক্ত করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
পার্ল হারবারে নিহত নৌ সেনাদের দেহাবশেষ শনাক্ত করবে যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: পার্ল হারবারে নিহত হওয়া মার্কিন সেনা ও নাবিকদের মধ্যে  চারশ’ জনের দেহাবশেষ শনাক্ত এবং আলাদা আলাদা ভাবে তাদের সমাহিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

১৯৪১ সালে জাপানি হামলায় বিধ্বস্ত যুদ্ধ জাহাজ ইউএসএস ওকলাহামায় ছিলেন ওই সেনা ও নাবিকরা।



পরবর্তীতে তাদের দেহাবশেষ উদ্ধার করে হাওয়াই দ্বীপের সামরিক গোরস্থানে একত্রে সমাহিত করা হয়।

দেহাবশেষ শনাক্তকরণ প্রক্রিয়ায় অত্যাধুনিক ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা পদ্ধতির সহায়তা নেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

যুক্তরাষ্ট্রের সহকারী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক বলেন, সব পরিবারকে হয়তো দেহাবশেষ আলাদা আলাদাভাবে শনাক্ত

করে দেয়া যাবে না। তবে সবচেয়ে বেশিসংখ্যক দেহাবশেষ শনাক্ত করে সমাহিত করাই আমাদের লক্ষ্য।

পার্ল হারবারে জাপানি হামলা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে নিয়ে আসে।

১৯৪১ সালের সাত ডিসেম্বর জাপানি যুদ্ধবিমান ও সাবমেরিন বহর পার্ল হারবারে মার্কিন নৌ ঘাঁটিতে হামলা চালায়। হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন যুদ্ধজাহাজ বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারায় প্রায় দুই হাজার ৪শ’ মার্কিন সেনা ও সাধারণ নাগরিক। এর পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

যুদ্ধজাহাজ ওকলাহোমায় নিহত ৪২৯ জন নাবিকের মধ্যে এ যাবত মাত্র ৩৫ জনের দেহাবশেষ চিহ্নিত হয়েছে। বাকি নৌ সেনাদের দেহাবশেষ ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে সাগর তল থেকে উদ্ধার করে হাওয়াইয়ে জাতীয় কবরখানায় একত্রে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।