ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মে ২, ২০১১

 

কাবুল: আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গজনী শহরে ১২ বছরের এক আত্মঘাতী শিশুর হামলায় ৪ ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন।

তালিবানদের ‘বসন্ত হামলা’ ঘোষণার একদিন পরেই রোববার এ হামলা চালানো হলো।

খবর বিবিসি-র।
গজনীর এক ব্যস্ত বাজার এলাকায় এ হামলা চালানো হলে স্থানীয় এক কর্মকর্তাসহ এক নারী ও অন্য দুই ব্যক্তি নিহত হয়।
কাবুলে অবস্থানরত বিবিসি-র সাংবাদিক পল উড স্থানীয়দের বরাত দিয়ে জানান, এ পর্যন্ত যত হামলা চালানো হয়েছে, তার মধ্যে এ শিশুটিরই বয়স সবচাইতে কম।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।