ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এ বিজয় মার্কিন জনগণের: বুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২, ২০১১
এ বিজয় মার্কিন জনগণের: বুশ

ওয়াশিংটন: বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী ওসামা বিন লাদেনের মৃত্যুকে যুক্তরাষ্ট্রবাসীর বিজয় বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বুশ তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, লাদেনের মৃত্যুর খবর প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে জেনেছি।

আমি তাকে অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন জানাই সেনা এবং গোয়েন্দা সংস্থার পুরুষ এবং নারী সদস্যদের যারা আমাদের অভিযানকে সাফল করেছে। অন্তরের অন্ত:স্থল থেকে আমি তাদের অভিনন্দন জানাই। এটি যুক্তরাষ্ট্রবাসীর বিজয়। যারা বিশ্বে শান্তি এবং যারা ১১ সেপ্টেম্বরের হামলায় প্রিয়জনদের হারিয়েছেন এ বিজয় তাদের।

২০০১ সালের ১১ সেপ্টম্বর টুইন টাওয়ারে হামলার পর বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

বুশ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। তবে আজ রাতে মার্কিনীরা একটি বার্তা দিয়েছে তা হলো, দেরি হয়েছে তো কি হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।