ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যেভাবে হত্যা করা হলো লাদেনকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ২, ২০১১
যেভাবে হত্যা করা হলো লাদেনকে

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬২ কিলোমিটার উত্তরে আবোটাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। বাড়িটিতে স্ত্রী-সন্তান ও পরিজনদের নিয়ে অবস্থান করছিলেন লাদেন।



মার্কিন বাহিনীকে এ অভিযানে সহায়তা করেছে পাকিস্তান। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই’র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তবে আফগানিস্তান থেকে হেলিকপ্টারে উড়ে যাওয়া মার্কিন বিশেষ বাহিনীর সদস্যদের হেলিকপ্টার থেকেই বাড়িটিতে ড্রপ করা হয়।

পরে তারা লাদেনকে মাথায় গুলি করে হত্যা করে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ, কংগ্রেস সূত্র ও অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন এ কথা জানায়।

এসময় সতর্কতার সাথে সেনা সদস্যরা গুলি চালায় বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। ওসামা বিন লাদেনের সব শেষ স্ত্রী ও তার সন্তানরা এই বাড়িটিতে অবস্থান করার কারণেই এ সতর্কতা বলে জানায় তারা।

তবে অভিযানে আরও ৩ জন নিহত হয়েছে বলে জানায় সূত্র। এদের মধ্যে একজন নারীও রয়েছে।

তবে ঠিক কে ওসামা বিন লাদেনকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানটি চলে প্রায় ৪০ মিনিট ধরে। অভিযানে মার্কিন পক্ষে কেউ হতাহত হয়নি। তবে অভিযানে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে নিরাপত্তাজনিত কারণে হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় প্রশাসন।

গোয়েন্দা বিভাগ থেকে আগেভাগে তথ্য পাওয়া গেলেও নিñিদ্র অভিযান নিশ্চিত করতে বিষয়টি গোপন রাখে মার্কিন কর্তৃপক্ষ। একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, বারাক ওবামা প্রশাসনের মাত্র গুটিকয় উর্ধ্বতনই এ তথ্য জানতেন।

বাংলাদেশ সময় ১২১১ ঘণ্টা, মে ০২, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।