ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাল সর্তকতা জারি

লাদেনের মৃত্যুতে স্বস্তিতে ভারত

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ২, ২০১১
লাদেনের মৃত্যুতে স্বস্তিতে ভারত

কলকাতা: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুতে স্বস্তি প্রকাশ করে ভারত আবারও মুম্বাই সন্ত্রাসী হামলার দোষীদের গ্রেফতারের দাবি জানাল।

সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, এটা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের গৌরবজনক অধ্যায়।



ভারতে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম যুক্তরাষ্ট্রের এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে এদিন বলেন, প্রমাণ হল পাকিস্তান জঙ্গিদের অভায়ারণ্য। মুম্বাই হামলার জঙ্গিরা ওখানে লুকিয়ে আছে। তাদের নাম দেওয়া হয়েছে। ইসলামাবাদকে সব জানিয়েছে দিল্লি। এবার ওদের গ্রেফতার করা হোক।

এদিকে লাদেনের মুত্যৃকে কেন্দ্র করে আল কায়দার সমর্থক জঙ্গিগোষ্ঠীরা দেশের বিভিন্ন শহরে নাশকতা চালাতে পারে বলে খবর দিয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী।

এই আশঙ্কায় নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা সহ সবক‘টি শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জারি করা হয়েছে লাল সর্তকতা।

ভারতের বিভিন্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীকে সর্তক করা হয়েছে।

সবকটি বিমানবন্দরও বড় রেলস্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।