ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের সম্মানে পাকিস্তানে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মে ৩, ২০১১
লাদেনের সম্মানে পাকিস্তানে মিছিল

কোয়েটা: পাকিস্তানের কোয়েটা শহরে একযোগে কয়েকশ মানুষ নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সম্মানে মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া লোকজন যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয় এবং মার্কিন পতাকা পোড়ায়।

প্রত্যক্ষদর্শী ও সংগঠকরা এ তথ্য জানান।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার স্থানীয় ধর্মীয় দলের সঙ্গে যুক্ত লোকজনই মূলত এই মিছিলে অংশ নেয়। কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্য মৌলবি আসমাতুল্লাহ এতে অংশ নেন।

রোববার ওসামা বিন লাদেনের নিহত হওয়ার খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করার পর পাকিস্তানে এটাই প্রথম মিছিল।

সংগঠকরা জানায়, মিছিলে ১০০০ থেকে ১২০০ লোক অংশ নেয়। তবে প্রত্যক্ষদর্শীরা এ সংখ্যাটি ৮০০ বলে জানায়। পাকিস্তানি পার্লামেন্টের সদস্য আসমাতুল্লাহ বলেন, ‘বিন লাদেন মুসলিম বিশ্বের বীর। তার মৃত্যুর পর তাকে মহান মুজাহিদ বলে অভিহিত করা হবে। ’ তিনি আরও বলেন, ‘লাদেনের মৃত্যুর পরও আন্দোলন থেমে থাকবে না। এটা অব্যাহত থাকবে এবং আরও হাজারো নেতা তৈরি হবে। ’

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠন তালেবান ও এর নেতা মোল্লা ওমরের পক্ষেও স্লোগান দেয়। আসমাতুল্লাহ আরও বলেন, ‘আজকের অভিযানে এটাই প্রমাণ হচ্ছে, আন্তর্জাতিক সীমান্তের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো শ্রদ্ধা নেই। তারা যে কোনো সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। ’

ইরান ও আফগানিস্তানে সীমান্ত ঘেঁষা বেলুচিস্তানে জঙ্গিদের কার্যক্রম রয়েছে। প্রদেশটি তেল ও গ্যাস সমৃদ্ধ। পাকিস্তানের কাছ থেকে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে এখানকার জনগণ।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।