ওয়াশিংটন: ডিএনএ পরীক্ষার পর আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন-লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, লাদেনেকে হত্যার অভিযানে অংশ নেওয়া সেনারা তাকে খুঁজে পেয়েছে। মার্কিন সেনাদের সঙ্গে এক বন্ধুকযুদ্ধে লাদেন রোববার দিবাগত রাতে পাকিস্তানে নিহত হন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তার মাথায় গুলি লেগেছে।
ডিএনএ পরীক্ষার ফলাফল আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ হওয়ার কথা থাকলেও তা আগেই গণমাধ্যমের হাতে চলে গেছে।
ওই কর্মকর্তা জানান, লাদেনকে হত্যার উদ্দেশ্যে ৪০ মিনিটব্যাপী যে অভিযান পরিচালিত হয়েছে তা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক লিওন প্যানেট্টা এবং অন্যান্য গোয়েন্দা কর্মকর্তারা ভার্জিনিয়ার ল্যাঙ্গলিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে বসে পর্যবেক্ষণ করেছেন।
ওই কর্মকর্তা আরও জানান, অভিযান সফল হওয়ার পরে যখন লাদেনের মৃত্যুর খবর পাওয়া গেল তখন তারা যারপরনাই উল্লাসে ফেটে পড়েন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০২ ২০১১