ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে আক্রমণ বাড়বে: তালেবান কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, মে ৩, ২০১১
বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে আক্রমণ বাড়বে: তালেবান কমান্ডার

লন্ডন: আফগানিস্তানে অবস্থারত এক তালেবান কমান্ডার আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি শপথ করে বলেছেন, তার যোদ্ধারা এর প্রতিশোধ নিতে তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিবে।

খবর গার্ডিয়ানের।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে অবস্থান করা এ নেতা নিজেকে কুদোস নামে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, ‘বিন লাদেনের হত্যা জিহাদে কোনো পরিবর্তন আনবে না। ওসামা আল কায়েদার নেতা এবং জিহাদে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। তার মৃত্যু মুজাহেদিনদের (ইসলামি যোদ্ধা) জন্য খুবই বেদনাদায়ক। কিন্তু তার শাহাদাতে জিহাদ থেমে যাবে না। কাফেরদের কাছ থেকে এ ভূমি মুক্ত না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। ’

তিনি বলেন, যোদ্ধারা ওসামা হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধ পরিকল্পনা আঁটছে। বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হবে বলে জানান তিনি।

একজন তালেবান যোদ্ধা যার উচ্চারণ ব্রিটিশদের মতো শুনালেও নিজেকে আফগান বলে দাবি করছিলেন, তিনি গার্ডিয়ানকে বলেন, বিন লাদেনের মৃত্যুর সত্যতা নিয়ে তালেবানদের মধ্যে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে তিনি বলেন, ‘যদি তিনি মারাও যান তাতে আমাদের যুদ্ধে কোনো পরিবর্তন আসবে না। অন্য হাজার হাজার যোদ্ধাদের মতো তিনিও একজন, যিনি অন্য একটি সংগঠন গড়েছেন মাত্র। ’

ওমর নামে একজন ইয়েমেনি যোদ্ধা বলেন, ‘আমি তো বিন লাদেনের জন্য যুদ্ধ করি না যে তার মৃত্যুতে আমাকে যুদ্ধ ছেড়ে দিতে হবে। আমরা ব্যক্তি পুজা করি না। খোদা তাকে করূণা করেছেন, তিনি একজন সাহসী মানুষ, তিনি জিহাদ শুরু করেছেন এবং এর নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত, আমার অনেক ভাই এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। ’

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।