ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুতে এসে মিলে গেলেন বিন লাদেন-হিটলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, মে ৩, ২০১১
মৃত্যুতে এসে মিলে গেলেন বিন লাদেন-হিটলার

নিউইয়র্ক: জার্মানির সাবেক স্বৈরাচার অ্যাডলফ হিটলার এবং আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন; পৃথিবীতে আতঙ্ক ও অশান্তি সৃষ্টিতে এই দু‘জন পরস্পরের তুলনীয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও একটা জায়গায় এসে তারা চমৎকারভাবে মিলে গেলেন।

তাদের দু’জনকেই মৃত ঘোষণা করা হয় ১ মে!

২০১১ সালের ১ মে রোববার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন টেলিভিশনে বিন লাদেন নিহত হওয়ার খবর ঘোষণা করছিলেন ঠিক এমন সময়ই ১৯৪৫ সালে জার্মান রেডিও ঘোষণা করে, বলশেভিক মতবাদের বিরুদ্ধে জার্মানির জন্য যুদ্ধ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হিটলার।



অবশ্য প্রকৃতপক্ষে তিনি এর এক দিন আগে আত্মহত্যা করেন বলে পরবর্তীতে জানা যায়।

এই ১ মে’র আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিছু কিছু দেশে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকাল শুরু হয় এ তারিখ থেকে। এদিনটি বিশ্ব শ্রমিক দিবস।

এছাড়াও, ২০০৩ সালের এ তারিখেই প্রেসিডেন্ট বুশ ইরাকে সম্মুখ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।