ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা মোকাবেলায় নতুন আশার সঞ্চার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ইবোলা মোকাবেলায় নতুন আশার সঞ্চার ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে আশার সঞ্চার হয়েছে বিজ্ঞানীদের মনে। নতুন আবিষ্কৃত একটি ওষুধে ইবোলা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।



সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ইবোলা আক্রান্ত তিনটি বানরের ওপর এ ওষুধ প্রয়োগ করে সুফল পেয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

১৯৭৬ সালে ভাইরাসটি আবিষ্কারের পর এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক বা প্রতিরোধক আবিষ্কার হয়নি।

গবেষকদের একজন থমাস জিয়েসবার্ট জানান, বানর তিনটিকে ২৮ দিন ধরে পরীক্ষামূলক টিকেএম-ইবোলা-গিনি নামের এ চিকিৎসা দেওয়া হয়। তারা এখন সুস্থতা লাভের পথে।

এদিকে, প্রচলিত ব্যবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া অপর তিনটি ইবোলা আক্রান্ত বানর মারা গেছে বলেও জানান থমাস।

গত বছর মার্চ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইবোলা মহামারিতে লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও মালিতে সাড়ে দশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেইসঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে প্রায় ২৬ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।