ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের ব্যাপারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ৩, ২০১১
লাদেনের ব্যাপারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা স্বীকার

লন্ডন: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই স্বীকার করেছে, তারা আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে ব্যর্থ এবং এ ব্যাপারে তারা বিব্রতও।

একজন আইএসআই কর্মকর্তা জানিয়েছে, আবোটাবাদের ওই ভবনে ২০০৩ সালে অভিযান চালানো হয়।

এখানেই বিন লাদেনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ নৌবাহিনী। তিনি বলেন, ‘ওই ভবনটি আমাদের রাডারে ছিল না। ’

আল কায়েদার প্রতিষ্ঠাতা বিন লাদেন (৫৪) ২০০১-এর ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার নির্দেশ দেয়। এছাড়া বেশ কয়েকটি হামলা তার নির্দেশেই পরিচালিত হয়েছে এমন অভিযোগ রয়েছে।

২০০৩ সালের পর থেকে ওই ভবনটি আইএসআই-এর রাডারে ছিল না। সেসময় ভাবা হতো সেখানে আল কায়েদা সদস্য আবু ফরজ আল-লিবি অবস্থা করছে। আইএসআই কর্মকর্তা বলেন, ‘আমরা দক্ষ, তবে ঈশ্বর নই। ’

এদিকে, পাকিস্তানের সঙ্গে পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব জড়িয়ে পড়া ঠিক হবে না। যদিও ওসামা বিন লাদেনের ব্যাপারে ইসলামাবাদকে বহু প্রশ্নের জবাব দিতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার এসব কথা করেন।

তিনি বলেন, ইসলামি সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তান সরকার গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকা পালন করেছে। ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হবে।  

গত রোববার দিবাগত রাতে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। তিনি একটি মিলিটারি একাডেমির পাশে বিলাসবহুল বাড়িতে অবস্থান করছিলেন। স্থানটি ইসলামাবাদ থেকে দুই ঘণ্টার পথ।

ক্যামেরন বলেন, ‘পাকিস্তানে বিন লাদেন কী ধরনের সমর্থন পেয়ে আসছিলেন তা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে এবং আমাদের ওইসব প্রশ্নের জবাব দরকার। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।