ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেন ওই ভবনে ছিলেন ৬ বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ৩, ২০১১
লাদেন ওই ভবনে ছিলেন ৬ বছর

ওয়াশিংটন: ওসামা বিন লাদেন গত পাঁচ বা ছয় বছর ধরে পাকিস্তানের ওই ভবনে বাস করছিলেন। হোয়াইট হাউজের সন্ত্রাস মোকাবিলা বিভাগের প্রধান জন ব্রেনান মঙ্গলবার এ মন্তব্য করেন।



রোববার এখানেই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী লাদেনকে গুলি করে হত্যা করে। তার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন। এর আগে তিনি লাদেন হত্যার অভিযান ভিডিওতে সরাসরি প্রত্যক্ষ করেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগে থেকে লাদেন আফগানিস্তানে অবস্থান করছিলেন। এরপর প্রচ- হামলার মুখে লাদেন এক সময় পাকিস্তানের আবোটাবাদের ওই বাড়িতে আশ্রয় নেন।

একটি অনুষ্ঠানে জন ব্রেনান বলেন, ‘সর্বশেষ পাওয়া তথ্য মতে, ওই ভবনে পাঁচ বা ছয় বছর ধরে বাস করছিলেন। তার সঙ্গে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগ ছিল না। তবে তিনি ওই বাড়িতেই বেশ সক্রিয় ছিলেন। ’

ব্রেনান বলেন, ‘আর আমরা জানি, ওই ভবন থেকে তিনি (লাদেন) ভিডিও ও অডিও বার্তা ছেড়েছেন। আমরা এও জানি, আল কায়েদার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। আমরা এখন চেষ্টা করছি, গত কয়েক বছরে লাদেন কিসের সঙ্গে জড়িত ছিলেন। ভবনে যেসব তথ্য আমরা পেয়েছি তার ভিত্তিতে আল কায়েদাকে ধ্বংস করার ধ্বংস করার চেষ্টাও করছি। ’

ওই ভবনে লাদেনের দীর্ঘ সময় ধরে বাস করার ব্যাপারে মার্কিন পার্লামেন্টের সদস্যরা প্রশ্ন তুলেছেন, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানকে যে শত কোটি ডলার সহায়তা দেওয়া হলো তার পর্যালোচনা করতে হবে।

ব্রেনান এও বলেন, রোববারের অভিযানে নেওয়া আলোকচিত্র ও ভিডিওচিত্র যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কি না সেবিষয়ে ভাবছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।