ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিরস্ত্র ছিলেন বিন লাদেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ৪, ২০১১
নিরস্ত্র ছিলেন বিন লাদেন

ওয়াশিংটন: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ‘র বিশেষ বাহিনী সোমবার যখন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে গুলি করে তখন তিনি নিরস্ত্র ছিলেন। হোয়াইট হাউজ এ কথা স্বীকার করেছে।

খবর বিবিসির।

সিআইএ এও জানিয়েছে যে, বিন লাদেনকে হত্যার জন্য অভিযান চালানোর আগে পাকিস্তান কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। কারণ তাদের আশঙ্কা ছিল পাকিস্তান আগেই বিন লাদেনকে সতর্ক করে দিতে পারে।

এর আগে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আইএসআই অভিযান সম্পর্কে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না বলে দাবি করেছে। তবে, আবোটাবাদে পাকিস্তান সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের মাত্র এক কিলোমিটার দূরে একটি বাড়িতে বিন লাদেন আত্মগোপন করে ছিলেন অথচ তারা জানতেন না। তাদের এ গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তারা বিব্রত বলে জানিয়েছে।

এদিকে,, হত্যার তিনদিন পরও নিহত আল কায়েদা নেতার ছবি প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। কর্মকর্তারা বলছেন, নিহত বিন লাদেনের বিভৎস ছবি জনসমক্ষে প্রকাশ করবেন কিনা তা নিয়ে তারা দ্বিধায় রয়েছেন।

তবে সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা এনবিসি নিউজকে বলেছেন, বিন লাদেনের ছবি প্রকাশ নিয়ে কোনো প্রশ্ন নেই।

উল্লেখ্য, এর আগে ইরাক অভিযানে সাদ্দামের দুই পুত্র উদে ও কুসের বিভৎস মৃতদেহের ছবি প্রকাশ করেছিল মার্কিন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।