ঢাকা: ভূমিকম্পে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। বিধ্বস্ত রাজধানী কাঠমান্ডু।
এরইমধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে দেশটিতে ত্রাণ দল ও অন্যান্য সহায়তা পাঠাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সামরিক পরিবহন প্লেনে করে তিন টন জরুরি সামগ্রী ও ৪০ জন ত্রাণকর্মীর একটি দল পাঠিয়েছে। এছাড়া আরও তিনটি প্লেনে মোবাইল হাসপাতাল ও অতিরিক্ত ত্রাণকর্মী পাঠানো হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রও একটি ত্রাণ ও উদ্ধারকাজের জন্য একটি দল পাঠাচ্ছে। সঙ্গে ১০ লাখ ডলার সাহায্যের ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে।
নেপালের তথ্যমন্ত্রী মীনেন্দ্র রিজ্জাল বলেছেন, এই বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষতা আছে এমন আন্তর্জাতিক সংস্থার সাহায্য তার দেশের দরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নেপালকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
তাছাড়া সাহায্যের ঘোষণা অনেক আগেই এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএ