ঢাকা: পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। এসময় সহিংসতার ঘটনাও ঘটে বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
গত ১৯ এপ্রিল পুলিশ হেফাজতে থাকাকালে ফ্রেডি গ্রে (২৫) নামে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ায় শনিবার (২৫ এপ্রিল) বিক্ষোভ প্রদর্শন করে বাল্টিমোরের হাজার হাজার বিক্ষোভকারী।
ফ্রেডির দেহে বেশ কিছু মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। এর মধ্যে ঘাড়ে ও কণ্ঠনালীতে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতগুলোর কারণেই ফ্রেডির মৃত্যু হয়।
নিহত হওয়ার এক সপ্তাহ আগে ফ্রেডিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার বাল্টিমোরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন বিক্ষোভকারী হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। এতে সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় দুই ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
সহিংসতার কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে এসময় গ্রেফতার করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ