ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচল মুখ্যমন্ত্রীর নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মে ৪, ২০১১
অরুণাচল মুখ্যমন্ত্রীর নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান মিলেছে

ইটানগর: কয়েকদিন আগে নিখোঁজ হওয়া ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সেই স্থানটিও চিহ্নিত করা গেছে এবং মুখ্যমন্ত্রী দরজি খন্ডু মারা গেছেন বলেও জানা গেছে।

তবে বিষয়টি এখানো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খবর এনডিটিভির।

খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে নিয়োজিত উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি লবথাং এলাকায় খুঁজে পাওয়া গেছে।

উল্লেখ্য, পাঁচ দিন আগে শনিবার পোয়ান হ্যানস হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এতে মুখ্যমন্ত্রীসহ পাঁচজন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটি তাওয়াং থেকে ইটানগর অবিমুখে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।