ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অতিথি পাখিদের জন্য অপ্রয়োজনীয় আলো নিষেধ নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
অতিথি পাখিদের জন্য অপ্রয়োজনীয় আলো নিষেধ নিউইয়র্কে ছবি: সংগৃহীত

ঢাকা: অতিথি পাখি বাঁচাতে ও তাদের পথ চলার সুবিধার্থে অপ্রয়োজনীয় আলো না জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্কের প্রাদেশিক সরকার।

সোমবার (২৭ এপ্রিল) নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো বসন্ত ও শরতে রাত ১১টার পর থেকে এই রাজ্যে অপ্রয়োজনীয় ও তীব্র আলো জ্বালানো হবে না বলে ঘোষণা দেন।



অতিথি পাখিরা রাতের আকাশে তারার অবস্থান দেখে নিজেদের চলার পথ নির্ধারণ করে। কিন্তু বৈদ্যুতিক আলো তাদেরকে দিকভ্রান্ত করে দেয়। এতে ভবনের সঙ্গে বাড়ি খাওয়া, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে।

জানা গেছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে আলোজনিত কারণে একশ’ কোটির বেশি পাখি মারা পড়ে।

নিউইয়র্ক কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর বসন্ত ও শরতে লাখ লাখ অতিথি পাখি আটলান্টিক রুট ধরে নিউইয়র্কের ওপর দিয়ে উড়ে যায়।

আলো না জ্বালানোর এই সিদ্ধান্তের ফলে  এখন থেকে পাখিদের চলার পথ আরও সহজতর হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫/ আপডেট: ১২১১ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।