ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন আল কায়েদা প্রধানই হবে আমেরিকার এক নম্বর শত্রু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ৪, ২০১১
নতুন আল কায়েদা প্রধানই হবে আমেরিকার এক নম্বর শত্রু

ওয়াশিংটন: এতোদিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর তালিকায় শীর্ষ সন্ত্রাসী বা মোস্ট ওয়ান্টেড ছিলেন আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন। প্রশ্ন উঠেছে তার মৃত্যুর পর এবার এ স্থানটিতে কার নাম তালিকাভুক্ত করা হবে।



আরেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান লিওন প্যানেট্টা মঙ্গলবার বলেন, ওসামা বিন লাদেনের স্থানে যে আসবে সেই হবে আমেরিকার নতুন এক নম্বর শত্রু।

ধারণা করা হচ্ছে, আল কায়েদার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন লাদেনের ডেপুটি আইমান আল-জাওয়াহিরি। তবে এটা পরিষ্কার নয় কিভাবে তা হবে।

জাওয়াহিরির প্রতি ইঙ্গিত করে প্যানেট্টা সিবিএস টেলিভিশনকে বলেন, ‘তিনি (সন্ত্রাসী) তালিকায় দ্রুতই ওপরে উঠে যাচ্ছেন। ’ তবে লাদেনের স্থানে যিনিই আসবেন তিনি তালিকার এক নম্বর শত্রুর স্থানে বসবেন বলেও জানান প্যানেট্টা।

এ ব্যাপারে এএফবিআই-এর স্পেশাল এজেন্ট স্টিভেন গোমেজ বলেন, ‘এর পরিষ্কার কোনো উত্তর নেই। ব্যাপারটা এমন না যে কেউ তালিকার তিন নম্বরে রয়েছে, এখন দুই নম্বরে উঠে আসবে। বিষয়টা এভাবে হয় না। ’

এ মুহূর্তে এফবিআই-এর তৈরি করা সন্ত্রাসীদের তালিকায় ২৯ জন রয়েছে। এরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। ব্যাপক আকারে সন্ত্রাসী হামলায় এরা সবাই জড়িত। যেমন, ১৯৮৬ সালে প্যান অ্যাম বিমান ছিনতাই ও ২০০০ সালে মার্কিন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী জাহাজ ইউএসএস কোলে বোমা হামলা ইত্যাদি ঘটনায় জড়িত ব্যক্তিরা এ তালিকায় রয়েছে।

ক্যালিফোর্নিয়ার দুজন ব্যক্তিও সন্ত্রাসী তালিকায় রয়েছে। এর মধ্যে একজনের নাম ড্যানিয়েল অ্যান্ড্রিয়াস স্যান ডিয়েগো, যুক্তরাষ্ট্রের নাগরিক। পশু অধিকার আন্দোলনের চরমপন্থী। ২০০৩ সালে সানফ্রান্সিসকোর দুটি ভবনে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরেকজন হচ্ছেন অ্যাডাম গাডান। তিনি কিশোর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল কায়েদার হয়ে কাজ শুরু করেন। বিভিন্ন ঘটনায় আমেরিকানদের হুমকি দিয়ে বেশ কয়েকটি ভিডিওচিত্র ছাড়েন।

এ তালিকার আরেক বড় মাছ হচ্ছে ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরি আইমান আল-জাওয়াহিরি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৯৮ সালে তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত। তাকে ধরে দিতে পারলে আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এএফবিআই। মঙ্গলবার সিআইএ প্রধান লিওন প্যানেট্টা বলেন, ‘আল কায়েদাপ্রধানই হচ্ছে আমাদের এক নম্বর শত্রু। ’

তবে এএফবিআই-এর তালিকাটি কোনো নিয়ম না মেনে অর্থাৎ বড়-ছোট সন্ত্রাসীর ক্রমানুসারে তৈরি করা হয়নি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও ওসামা বিন লাদেনই ছিলেন এক নম্বর সন্ত্রাসী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ক্রিশ্চিয়ান হুইটন বলেন, ওসামা বিন লাদেনের হত্যার পর সময় এসেছে বিশ্বপরিস্থিতির পুনর্মূল্যায়ন করার।

বাংলাদেশ সময়: মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।