ঢাকা: মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া ফরাসি সেনাদের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
সম্প্রতি জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানাজানি হয়ে যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
খাদ্য ও অর্থের বিনিময়ে ওই শিশুদের ধর্ষণ করে ফ্রান্স সেনারা। তাদের কারোরই বয়স আট বছরের বেশি নয় বলে জাতিসংঘের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতাবাসের অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের জুলাইতে ফ্রান্স সরকার বিষয়টি অবগত হয়। এরপর থেকেই অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রণালয় এর বিবৃতিতে আরও জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালে জুলাই পর্যন্ত প্রায় দশজন শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে ফ্রান্স সেনাদের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫/ আপডেট: ১২৩০ ঘণ্টা
আরএইচ/