ঢাকা: দিনের কর্মব্যস্ততা শেষে ব্যক্তিগত গাড়িতে চেপে বাসায় ফিরছিলেন তেলেগু অভিনেত্রী আস্মিতা কর্ণানি। হঠাৎ হায়দারাবাদের ব্যস্ত রাস্তায় তার গাড়ি অনুসরণ করতে থাকেন একটি মোটরবাইকের আরোহী দুই যুবক।
যৌন হয়রানির শিকার হতে থাকলেও মেজাজ না হারিয়ে ঠাণ্ডা মাথায় যুবক দু’জন ও তাদের বাইকের ছবি তুলতে থাকেন আস্মিতা। তারপর তিনি ঝিম মেরে গাড়িতে বসে থাকেন। একসময় গাড়ি বাড়ি পৌঁছালে আস্মিতা সঙ্গে সঙ্গে রাস্তায় তোলা ইভটিজার দু’জন ও তাদের হয়রানির দৃশ্যগুলো ফেসবুকে পোস্ট করে দেন। সঙ্গে তার ফলোয়ার ও বন্ধুদেরও শেয়ার করতে বলেন। ছবিগুলোর পোস্টে তিনি হায়দারাবাদ পুলিশের অ্যাকাউন্টকেও ট্যাগ করে দেন।
ব্যস, আর কোনো অভিযোগ-মামলায় যেতে হয়নি আস্মিতাকে। তার ফলোয়ার ও বন্ধুদের শেয়ার ও কমেন্টের চাপে ছবিতে ট্যাগ থাকা হায়দারাবাদ পুলিশ তড়িৎ অভিযানে নামে। ছবিগুলোর যুবকদের খুঁজে পেতে বেশি বেগ পেতে হয়নি হায়দারাবাদ পুলিশের বিশেষ শাখা ‘শি টিম’র।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এ সপ্তাহের শুরুতে সংগঠিত ওই শ্লীলতাহানির ঘটনায় অপরাধীদের পরিচয় চিহ্নিত করতে বেশ সুবিধা হয় ফেসবুক পোস্টের কারণে। মোটরবাইকের নাম্বার সর্বত্র ছড়িয়ে পড়ার সুবাদে বিশেষ সূত্রের খবরে ওই দুই যুবককে হায়দারাবাদের একটি এলাকা থেকেই আটক করা হয়।
শি টিম’ ওই দুই অপরাধীকে ধরার পর আস্মিতাকে জানালে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। আস্মিতা বলেন, শি টিম আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার বিশ্বাস আরও সংহত করলো। অপরাধকে এভাবেই শান্তিপূর্ণ উপায়ে দমন সম্ভব।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এইচএ/