ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ১০০০ ইইউ নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ২, ২০১৫
নেপালে ১০০০ ইইউ নাগরিক নিখোঁজ

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ১ হাজার নাগরিক নেপালে ভূমিকম্পের পর নিখোঁজ আছেন। এদের বেশিরভাগই পর্বতারোহী।

একজন ইইউ কর্মকর্তা বলছেন, নিখোঁজদের অনেকেই বেঁচে আছেন। তবে প্রত্যন্ত অঞ্চলের হওয়ার কারণে অনেকে যোগাযোগ করতে পারছেন না।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামাঞ্চলে অনেক নেপালি ভাগ্যের কি ঘটেছে সেটিও জানা যাচ্ছে না।

২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ হাজার ২০০ বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৪ হাজার।

ধ্বংসস্তূপ থেকে এখনও প্রতিদিন শত শত লাশ মিলছে। পর্যাপ্ত খাদ্য, চিকিৎসার অভাবে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশই নেপালি ‘আফটারশক’ এর ভয়ে ঘরে ফিরতে পারছেন না। খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে থাকছেন।

এমতাবস্থায় নেপাল আরো বিদেশি সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্রা রিজাল বলেন, সরকার নিহতদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ১ হাজার মার্কিন ডলার এবং সৎকারের জন্য ৪০০ ডলার দিয়েছে।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। এটা হলে নেপালে ১৯৩৪ সালের ভূমিকম্পে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এ ভূমিকম্প। ওই ভূমিকম্পে ৮ হাজার ৫০০ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ০২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।