ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে গ্রেনেড হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২, ২০১৫
বুরুন্ডিতে গ্রেনেড হামলায় নিহত ৩

ঢাকা: বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় এক গ্রেনেড হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।



শুক্রবার (০১ মে) রাজধানী বুজুম্বুরার কামেঙ্গে জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুরুন্ডি পুলিশের মহাপরিচালক আন্দ্রে দায়াম্বাজে জানিয়েছেন, কেমেঙ্গে জেলায় টহলরত পুলিশের ওপর প্রথমে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। একই সময় বন্দুকধারীরা পুলিশের ওপর গুলিও চালায়।

এ ঘটনায় কেমেঙ্গের পুলিশ প্রধানসহ দুই পুলিশ নিহত হয়। এছাড়া এক বেসামরিক লোকও নিহয় হয় বলে জানান আন্দ্রে।

এ হামলার ঘটনায় এক নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক ও পুলিশ সদস্য আহত হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে এ গ্রেনেড ও বন্দুক হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, দেশটির প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে ক্ষমতায় টিকে থাকার ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।