ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন নেতৃত্বে বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
শুক্রবার (০১ মে) সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিরমাহলে গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার (০২ মে) যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নিহতদের মধ্যে সাতজনই শিশু বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান।
ধ্বংসস্তুপের নিচে অন্তত ১৩ জন আটকে রয়েছে বলেও এসময় জানান তিনি।
বিরমাহলে গ্রামে কখনোই কোনো আইএস তৎপরতা ছিল না জানিয়ে তিনি দাবি করেন, এ হামলায় কোনো আইএস জঙ্গিই নিহত হয়নি। যারা নিহত হয়েছে, তাদের সবাই বেসামরিক লোক।
২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন নেতৃত্বে আইএস বিরোধী যৌথবাহিনীর অভিযান শুরু হওয়ার পর এ নিয়ে ৬৬ জন বেসামরিক লোক নিহত হলেন।
এ অভিযানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করে মানবাধিকার সংস্থাটি। এর মধ্যে এক হাজার নয়শ’ ২২ জনই আইএস জঙ্গি বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরএইচ