ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পরপর দুই বিস্ফোরণে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
শনিবার (০২ মে) স্থানীয় সময় রাতে বাগদাদের বাণিজ্যিক এলাক কারাদায় এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ জানিয়েছে, কারাদার রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর কাছে প্রথম আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। এসময় ওই এলাকায় প্রচুর মানুষ ছিল। এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
এর দশ মিনিটের মধ্যে একই স্থানে দ্বিতীয় গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আরো দশজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় ৩৯ জন আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে, হামলার পর এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি বলে জানা গেছে। এর আগে বেশিরভাগ আত্মঘাতী হামলার ঘটনায় ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে নিয়েছিল।
শনিবারের হামলাও আইএস জঙ্গিদের পক্ষ থেকে চালানো হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৫
আরএইচ