ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২৫

আন্তির্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৫, ২০১১
ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২৫

হিল্লা: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

বাগদাদ থেকে ৯০ কিলোমিটার দূরে বাপিল প্রদেশের রাজধানী হিল্লা শহরে এ হামলা চালানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।

বিস্ফোরণে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্ফোরণস্থলে ২ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং পুলিশ স্টেশনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণ এলাকাটি শিয়া অধ্যুষিত হিলা শহর। এখানকার আশপাশের দোকানপাট এবং বাড়িঘরের কিছুটা ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গত একমাসের মধ্যে ইরাকে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। আর এ ঘটনা এমন একসময় ঘটল যখন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র কয়েক মাস বাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন মেজর এবং শহরের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানান, হতাহতরা সবাই পুলিশের সদস্য। নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং একজন ফার্স্ট ল্যাফটেন্যান্ট রয়েছেন।

ইরাকে বর্তমানে ৪৫ হাজার মার্কিন সেনা রয়েছে। এবছরের শেষের দিকে তাদের ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।

তবে, ইরাকের ভূমিতে মার্কিন সেনাদের অবস্থান আরো দীর্ঘায়িত করতে চায় কিনা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে গত মাসে একাধিক মার্কিন কর্মকর্তা বাগদাদ সফর করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।