ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের বাড়ির তিনটি মরদেহের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ৫, ২০১১
লাদেনের বাড়ির তিনটি মরদেহের ছবি প্রকাশ

ওয়াশিংটন: পাকিস্তানের আবোটাবাদে লাদেনকে হত্যার এক ঘণ্টা পর তোলা তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ছবিগুলো তুলেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে তিনি রয়টার্সের কাছে ছবিগুলো বিক্রি করেছেন।

ছবিতে দেখা যায়, তিনটি রক্তাক্ত মরদেহ মেঝেয় পড়ে রয়েছে। তবে এগুলোর পাশে কোনো অস্ত্র দেখা যায়নি। মৃতদের শরীরে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরা আছে। তবে একজনের গায়ে সাদা টি-শার্ট রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলসের অভিযানের পর সোমবার খুব সকালে ওই কর্মকর্তা লাদেনের বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি ছবিগুলো তোলেন।

তবে এগুলোর কারোরই চেহারা ওসামা বিন লাদেনের চেহারার সঙ্গে মেলে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেনের ছবি প্রকাশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ছবি প্রকাশের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। বুধবার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, বেশ কয়েক মার্কিন সিনেটর নিহত লাদেনের ছবি দেখেছেন বলে জানান। তবে ছবি দেখার কেউ কেউ বলছেন, তারা যে ছবি দেখেছেন তা ভুয়া। বিভিন্ন গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

রয়টার্সের প্রকাশিত ছবিগুলোর প্রামাণিকতা বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাড়ির ওপর বিধ্বস্ত একটি মার্কিন হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়। যান্ত্রিক ত্রুটির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সবগুলো ছবিই সমান আকৃতির।

বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।