ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ৫, ২০১৫
মহারাষ্ট্রে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে এক আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে।

সোমবার (০৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় মহারাষ্ট্রের সংলি জেলায় ‘ঈগল’ আতশবাজি কারখানায় এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশতই এ ঘটনাটি ঘটেছে।

এর আগে ২০১২ সালে তামিলনাড়ু প্রদেশে এক আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ৩৪ জন নিহত ও ৩০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।