ঢাকা: চলতি বছর মার্চে নৃশংসভাবে এক নারীকে হত্যার দায়ে চার অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আফগানিস্তানে।
বুধবার (০৬ মে) রাজধানি কাবুলের একটি নিন্ম আদালত এ রায় দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কোরআন শরীফের অনুলিপি পোড়ানোর দায়ে চলতি বছর ১৯ মার্চ ফারখুন্দা নামের এক ২৭ বছর বয়সী নারীকে কাবুলে রাস্তায় জনসম্মুখে হত্যা করা হয়। সঙ্গে সঙ্গে আফগানিস্তানজুড়ে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
রায় ঘোষণার সময় বিচারক সাফিউল্লাহ মোজাদ্দেদি বলেন, কোরআন শরীফ পোড়ানোর প্রোপাগান্ডা ছড়িয়ে অভিযুক্তরা ফারখুন্দাকে হত্যা করেছে।
এ হত্যা মামলায় ১৯ পুলিশ কর্মকর্তাসহ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এতে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও ৮ জনকে ১৬ বছর করে সশ্রম কারাদন্ড দেন আদালত।
এছাড়া ১৮ জনকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। বাকি ১৯ জনের বিরুদ্ধে রোববার (১০ মে) রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারক সাফিউল্লাহ।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএইচ