ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে রবীন্দ্র জন্মবার্ষিকীতে বাংলাদেশ-ভারতের নানা আয়োজন

তীর্থঙ্কর ঘোষ, নয়াদিল্লি করেসপন্টেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মে ৫, ২০১১
দিল্লিতে রবীন্দ্র জন্মবার্ষিকীতে বাংলাদেশ-ভারতের নানা আয়োজন

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ৭ মে শুরু হচ্ছে তিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মাবার্ষিকীর স্মরণ উৎসব। এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হবে।



রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ভারত-বাংলাদেশ যৌথভাবে এ স্মরণোৎসব আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ভারত সফরের সময় এসংক্রান্ত একটি যৌথ ইশতেহারে এ ঘোষণা দেন।

দেশের ২০ সদস্যের একটি প্রতিনিধি নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। প্রতিনিধিদের মধ্যে জাতীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা ও রবীন্দ্র বিশেষজ্ঞরা থাকবেন।

ভারতের পক্ষে অনুষ্ঠানে আরও থাকবেন ক্ষমতাসীন জোট ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তিনি অনুষ্ঠানের সাম্মানিক অতিথি। আরও থাকবেন ভারতের জাতীয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা। এরা হলেন, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী, সংস্কৃতিমন্ত্রী, কুমারি সেলজা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আম্বিকা সনি, পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা, মানবসম্পদ উন্নয়ন ও যোগাযোগমন্ত্রী কপিল সিবাল এবং ভারতের সংস্কৃতিবিষয়ক জাতীয় পরিষদের (আইসিসিআর) প্রেসিডেন্ট ডঃ করণ সিং।

রবীন্দ্রনাথের স্মরণ উৎসব উপলক্ষ্যে মনমোহন সিংকে চেয়ারম্যান করে একটি জাতীয় কমিটি (এনসি) গঠন করেছে ভারত। এই কমিটির দিকেনির্দেশনা অনুসরণ করবে জাতীয় বাস্তবায়ন কমিটি (এনআইসি), যার চেয়ারম্যান অর্থমন্ত্রী প্রণব মুখার্জী।

৭ মে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিল্পী। এদের মধ্যে ভারতের পদ্মভূষণ পুরষ্কারজয়ী দ্বীজেন্দ্র মুখার্জি, মধুপ মুদগাল ও বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা। মধুপ মুদগাল হিন্দী ভাষায় রবীন্দ্রনাথের গান গাইবেন।

এছাড়া রবীন্দ্রনাথের দুই হাজার চিত্রকর্ম নিয়ে ‘চিত্রাবলী’ নামের একটি সংকলন প্রকাশ করা হবে। এতে পৃষ্ঠপোষকতা করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গল্প’ নামের ছয় প্যাকেট ডিভিডি এবং গুরুদেবের ওপর নির্মিত সত্যজিত রায়ের প্রামাণ্যচিত্রও মুক্তি দেওয়া হবে। বিশ্বকবি স্মরণে একটি ডাকটিকিটও ছাড়া হবে এদিন।   রবীন্দ্রনাথের ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সাময়িকী বের করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজ্ঞান ভবনে অন্যান্য অনুষ্ঠান যথারীতি শুরু হবে। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, সাহিত্য একাডেমি ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল কালচারাল ফর দ্য আর্টস (আইজিএনসিএ) সভা-সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, ন্যাশনাল স্কুল অব ড্রামা, সঙ্গীত নাটক আকাদেমি, সাহিত্য আকাদেমি, ললিত কলা আকাদেমি এবং আইজিএনসিএ তিনদিনের উৎসবে বিশেষ সব অনুষ্ঠানের আয়োজন করেছে দিল্লি নির্ধারিত স্থানগুলোয়। এতে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ থাকবে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।