ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন করে হামলার পরিকল্পনা ছিল লাদেনের: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৬, ২০১১
নতুন করে হামলার পরিকল্পনা ছিল লাদেনের: যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ৯/১১ বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে ট্রেনসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিলেন ওসামা বিন লাদেন। তার আত্মগোপন করে থাকা পাকিস্তানের আবোটাবাদের সেই বাড়ি থেকে উদ্ধার করা বিভিন্ন নথিপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রেললাইনে তার হামলার পরিকল্পনা ছিল। তবে একেবারে সম্প্রতি কোনো হামলার তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

গত রোববার লাদেনের আবোটাবাদের বাড়ি থেকে কম্পিউটারের হার্ডডিস্ক, ডিভিডি এবং নথিপত্র উদ্ধার করে নিয়ে গেছে নেভি সিল। এখন সেগুলোর পরীক্ষা-নীরিক্ষা চলছে। তথ্যগুলো এফবিআই এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পরীক্ষা করছে।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমির মাত্র এক কিলোমিটার অদূরে উঁচু প্রাচীর ঘেরা তিনতলার ওই বাড়িতে বিন লাদেন গত ছয় বছর যাবত আত্মগোপন করে ছিলেন।

আইন প্রয়োগকারী বাহিনীর কাছে সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাদেনের কম্পাউন্ডে পাওয়া হাতে লিখিত একটি নোটে এ তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কোনো রেলস্টেশনে হামলা হবে তা স্পষ্ট করে লেখা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিটির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আল কায়েদার পরিকল্পনা ছিল একটি ট্রেন লাইনচ্যুত করা যাতে সেটি উপতকা অথবা সেতু থেকে নিচে পড়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১০ সালের ফেব্রুয়ারিতে এরকম আরো কিছু পরিকল্পনার তথ্য থাকলেও সাম্প্রতিক কোনো হামলার তথ্য এতে নেই। এমনকি নিকট ভবিষ্যতে হামলার লক্ষ্য বা সময় উল্লেখ নেই।

একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, নথিতে পাওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার অভিলাষ আল কায়েদার ছিল। এর মধ্যে প্রধান শহরগুলো এবং বিভিন্ন বার্ষিকী ও ছুটির দিনগুলো টার্গেট করে হামলার পরিকল্পনাও তাদের ছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এতে বুঝা যায় বিন লাদেন তার তৎপরতা থামিয়ে রাখেন নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নথির তথ্যে বুঝা যায় বিশ্বব্যাপী আল কায়েদার প্রতি সহানুভূতিশীল লোকদের কাছে ব্যক্তি বিন লাদেন খুব সম্ভবত মূল বিষয় ছিলেন না।

এদিকে, অভিযানে অংশ নেয়া বিশেষ বাহিনীর সঙ্গে শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা সাক্ষাত করবেন বলে জানা গেছে।   কেনটুকি অঙ্গরাজ্যের ক্যাম্পবেল দুর্গে ওই সাক্ষাতকারে নেভি সিলের কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ওবামা নিউইয়র্কে গ্রাউন্ড জিরো পরিদর্শন করেছেন। এ সময় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহত ৩ হাজার মানুষের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। হামলায় হতাহতের পরিবারের সঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট।

এসময় তিনি নিউইয়র্কের দমকল বিভাগের কার্যালয়ও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।