ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদক চোরাচালানের দায়ে দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর স্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মে ৬, ২০১১
মাদক চোরাচালানের দায়ে দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর স্ত্রীর কারাদণ্ড

জোহানেসবার্গ: মাদক চোরাচালানের দায়ে দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা বিষয়কন্ত্রীর স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।

তথ্যমন্ত্রী সিয়াবোঙ্গার স্ত্রী শেরিল কোয়েলে তুরস্ক ও দক্ষিণ আমেরিকা থেকে তার দেশে চোরাই পথে মাদকদ্রব্য আনতে নারীকর্মী নিয়োগ করতেন বলে আদালতে প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

এর আগে ব্রাজিলে তিন লাখ ডলার মূল্যমানের কোকেনসহ একজন দক্ষিণ আফ্রিকার নারী ধরা পড়লে ২০০৯ সালে প্রথম এ বিষয়টি প্রকাশ্যে আসে। টেসা বেতজি নামে ওই নারী এখন সাও পাওলোতে কারাবন্দি আছেন। তাকে আট বছরের কারাদ- দেওয়া হয়েছে। তার ব্যাগের মধ্যে ১০ কেজি কোকেন পাওয়া গিয়েছিল।

পিয়েটারম্যারিজবার্গ আদালতে কোয়েলে ও তার সহযোগী নাইজেরীয় নাগরিক ফ্র্যাঙ্ক ন্যাবোলিসার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।

তারা দুজনেই নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আাদলতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় ১৫ বছরের কারাদন্ড দেওয়া হয় যা শুক্রবার থেকে কার্যকর হচ্ছে।

এদিকে, দেশটির বিরোধীদল মন্ত্রী সিয়াবোঙ্গার পদত্যাগ দাবি করেছে। তাদের যুক্তি, তিনি যদি তার স্ত্রীর বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে কিছু না জানেন তাহলে তার তো উচিত দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছেড়ে দেওয়া।

মন্ত্রী বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন না। স্ত্রীর বিরুদ্ধে আদালতের এ রায়ের ব্যাপারেও তিনি কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।