ঢাকা: ইয়েমেনে পাঁচদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী।
মঙ্গলবার (১২ মে) থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরের বরাত দিয়ে শনিবার (০৯ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইয়েমেনে হতাহতদের সহায়তা ও আটকে পড়াদের সরিয়ে নেওয়া সহজ করে দিতেই এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
তবে চুক্তি লঙ্ঘণ করলে যৌথবাহিনীও তাদের অভিযান আবার শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আদেল আল-জুবেইর।
প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আদেল বলেন, ইয়েমেনী জনগণের প্রতি তাদের মমত্ববোধ প্রকাশে হুথি ও তাদের সহযোগী বিদ্রোহীদের জন্য এটাই সুযোগ।
জন কেরি বলেন, যুদ্ধবিরতি চলাকালে কোনো বোমাহামলা, গোলাগুলিসহ যেকোনো প্রকার সেনা স্থানান্তর না করার বিষয়ে হুথিরা রাজি হয়েছে।
এসময় তিনি বলেন, যদি হুথিরা প্রাথমিক এই যুদ্ধবিরতির শর্ত মেনে চলে, তাহলে তা দীর্ঘায়িত করারও সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আরএইচ