ঢাকা: যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কনজারভেটিভ পার্টির জয় নিশ্চিতের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ফিলিপ হ্যামন্ডকে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৭ মে) অনুষ্ঠিত নির্বাচনে কনজারভেটিভ পার্টি হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনের ৩শ’ ৩১টিতে জয় লাভ করে।
যুক্তরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের শর্ত হিসেবে যেকোনো দলের অন্তত ৩শ’ ২৬ আসনে জয় লাভ করতে হবে। ফলে এবার যুক্তরাজ্য কনজারভেটিভ সর্বস্ব সরকার পেতে চলেছে।
এর আগে ২০১০ সালের নির্বাচনে রানিমেডে ও ওয়েব্রিজ থেকে নির্বাচিত হওয়ার পর ক্যাবিনেট মন্ত্রণালয়ের অধীনে ফিলিপ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। প্রথমে তাকে যোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে ২০১১ সালে প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব দিয়ে তাকে পদন্নোতি দেওয়া হয়।
এরপর ২০১৪ সালে ফিলিপকে পররাষ্ট্র ও কমনওয়েলথ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া ১৯৯৭ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর ফিলিপ হ্যামন্ড বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ে ছায়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আরএইচ