ঢাকা: স্পেনের আন্দালুসিয়ায় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ক্রু ও সৈন্যদের মধ্যে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) আন্দালুসিয়ার রাজধানী সেভিয়া বিমানবন্দরের কাছে একটি ফসলী মাঠে এয়ারবাস এ৪০০এম আটলাস মডেলের ওই সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পর দমকলকর্মী ও নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে গিয়ে উড়োজাহাজটির আগুন নেভানোর কাজে লেগে যান। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
দুর্ঘটনার পরপরই স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রায়ো জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এতে থাকা ক্রু ও সৈন্যরা নিহত হয়েছেন। আরোহী সবাই স্প্যানিশ নাগরিক ছিলেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর দেশটির জরুরি বিভাগ থেকে জানানো হয়, উড়োজাহাজটির আরোহী সাত জনের মধ্যে তিন জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দু’জন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও দু’জন।
চার ইঞ্জিন বিশিষ্ট সুপ্রশস্ত উড়োজাহাজ এয়ারবাস এ৪০০এম আটলাস সামরিক বাহিনীর সদস্য ও রসদ পরিবহন কাজে ব্যবহৃত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৫/আপডেট ১৮৪৫ ঘণ্টা/১৯৫৬ ঘণ্টা
এইচএ